চড়ুই পাখীটা সবুজ ঘাসের দানা
    আপনমনে খাচ্ছে খুটে খুটে ।
ওর যে সাথী কোথায় ছিলো
    তার পাশেতে অমনি গেল জুটে।
একটা ছেলে জানলার গ্রিল ধরে
     দেখছিল সে অনেক সময় নিয়ে।
ওখান থেকে দিব্যি দেখা যায়
    গলি মেশে বড় রাস্তায় গিয়ে।
বাবা মা দুজন গেছে অফিস
     ছেলে ঘরে কেমন করে থাকে ?
একলা খেলে একলা ঘুমোয়
    সুযোগ পেলে ওড়ার স্বপ্ন দেখে ।


জানলা দিয়ে নীল আকাশখানা
    খেলার ছলে যেই দিয়েছে উঁকি ।
ঠিক তখন ছেলের ইচ্ছে হলো
   মেঘের সাথে খেলবে টুকি টুকি ।
মেঘ বললো কেমন ছেলে তুমি
   ছুটির দিনে থাকবে কেন ঘরে?
যখন মন চাইবে অমনি আসবে
   সকাল সন্ধ্যে কিম্বা ভোরে ।
ওই যে দেখো সোনা ঝিলিক রোদ
   আর ঐযে দেখো পাখির উড়াল।
ওদের মতন তুমিও তেমন স্বাধীন
   উড়তে হলে ভাঙ্গতে হবে দেয়াল।