তোমার বাগানে অনেক যত্ন করে গোলাপের চারা বসালে
                  ভেবেছিলে অচিরেই ফুটবে রক্তগোলাপ ।
          ফুলেরা ফোটেনি তারা ঝরে ঝরে গেছে কোরকে।
   তবু তুমি আশা ছাড়নি, শুকনো ডালে দৃষ্টি দিয়ে রাখো;
          জানিনা কেন এ কষ্টেরা ক্ষত করে আমার হৃদয়।
তুমি কি এখনো অপেক্ষা করো ভিড়ের ভিতর সে চেনামুখ
             ভেবেছিলে ফুটলে গোলাপ দেবে তারি হাতে ।
   ভিড় ক্রমশ হালকা হয়ে গেছে তবু তার দেখা মেলেনি।
তবু তুমি আশা ছাড়নি, ক্লান্ত চোখ ঝাপসা হলে মুছে ফেলো।
       জানিনা কেন এ যন্ত্রণা আমার সাথে কানামাছি খেলে।
আমারও তো ইচ্ছা হয় ভালবাসতে, ভালবাসায় বিলীন হতে
               জেগেছিল ইচ্ছা গোলাপ না হয় কাঁটায় দিতে।
      জ্যোৎস্না না হোক কাজলের মত দৃষ্টিতে রয়ে যাবো ;
জানি মৃত্যুতে কষ্ট যন্ত্রণা প্রেমের আগুনে একমুঠো ছাই হবে।