না পাওয়ার বেদনা নিয়ে এগিয়ে চলেছে মিছিল
যে নদীগুলোর স্রোত হারিয়েছে পথে
তারাও আছে  বেঁধে বেঁধে সাথে সাথে।
চিৎকার করে বলছে ফিরিয়ে দাও আমাদের
উত্তাল তরঙ্গমালা নিয়ে ছুটে চলা গল্পগুলো।


ঘুমপাড়ানি গানে আর ঘুম আসেনা
অথচ, ক্লান্তিহীন এই শরীর কিন্তু ঘুম চায়।
সারাদিনের অতৃপ্ত ইচ্ছাগুলোকে বলি মরে যেতে।
ওরা ছটফট করে বলে মারছো কেন?
বেঁচে থাকা আমাদের ন্যায্য অধিকার
যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াও।
আর এক্যতানে গাও, জীবন জাগানিয়া গান।


জীবনে ঠিকানা হারিয়ে তুমি আমি যখন দিশাহারা;
দেশ তখন ঠাণ্ডাঘরে দরজা বন্ধ করে,
কবে থেকে তৈরি করে চলেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
একদিন আসবে সব্বার হবে নিজের ঠিকানা।
কিন্ত কোথায় কি? আমরা সেই তিমিরেই থাকি।
নিজেদের ঠিকানা পাকা করতেই ব্যস্ত রাষ্ট্রযন্ত্র।
বুকের গভীরে ঝড়ে পড়ে রক্তফোঁটাগুলো,
আরও গভীর থেকে গভীরতর লাল হয়।
কবিতার ভাষায় ঠিক যেন একরাশ রক্তপলাশ ।