কতটা শূন্যতা জগতে সৃষ্টি হলে বোঝা যাবে তুমি নেই ।
কতটা ভারাক্রান্ত হলে বোঝানো যাবে আর ফিরবেনা ।
কতটা অন্তরে ক্রদন থাকলে বাহির শ্রুতিতে হাহাকার ।
কতটা আন্তরিকতা দেখালে বুঝবে সে ছিল আপনজন।


যতটা দূরত্ব আকাশের সাথে এই পৃথিবীর শূন্যতা।
যতটা ভারাক্রান্তে পুষ্প যখন বৃন্ত থেকে ঝরে পড়ে।
যতটা ক্রন্দন রাত-শিশির সবুজ ঘাসে আশ্রয় করে ।
যতটা আন্তরিকতায় সূর্য ভোরের আকাশ রক্তিম করে !