হয়তো কেউ ভুলে ফেলে গেছে তার খুব প্রিয়তমা  
একটা দামী কলম, আর একটা কালো ফ্রেমের চশমা।
সভাশেষে সবাই আপন ঘরে ফিরে গেছে একে একে
কেমন স্তব্ধ হয়ে গেছে এঘর,এখনি ছিল খুব রমরমা।
একা একাই থাকবে এই সভাঘর, এক্কেবারে একলা
আলো বাতাস বন্ধ থাকবে অন্ধকারে এক্কেবারে একলা।


-হারিয়ে গেছে কি সাধের কিছু? জনে জনে বলতে থাকে
-এই কলম চশমা তাঁর নয়, সবাই বলেছে একে একে।
ভাবতে থাকে ঘরের মানুষ, ভাবতে ভাবতে পাহাড়
পাহাড় থেকে ঝর্ণা নামে, সামনে আসে মহাসাগর।
কলম লেখে -যে আমাকে আপন ভাবে আমিযে হই তার
চশমা বলে -সমাজের সত্য করে দর্শন আমি হলাম তার।



* কবি ফারহাত আহমেদ মহাশয়ের জন্য এই কবিতা উৎসর্গ করে দিলাম।
অসাধারন একটা ছবির সৌজন্যে ।