একদিন নদী কেটে খাল বানানো হয়েছিল
মাটি মানুষ তৃষ্ণা মিটিয়ে সবুজ সতেজ হল।
চাঁদ সদাগর বাণিজ্য করতে নৌকা ভাসাল ।
মানুষের লোভ লালসা আরো লাফিয়ে বাড়ল।


নদী হাত উপুড় করে মাতৃ স্নেহে শুধু দিয়েছে ;
মানুষ নদীটাকে বেঁধে বেঁধে অস্তিত্ব ঘুচিয়েছে ।
এখন ওটা নদী নয় ওটার রূপান্তর ঘটে গেছে ।
যাবতীয় আবর্জনা সে নিরবে বয়ে নিয়ে চলেছে ।