কাল যা হবে আজ শুয়ে পড়ি চাদর চাপা দিয়ে ।
কেমন যেন মিষ্টি গন্ধ লেগে আছে চাদরে।
          কিছুতেই মনে করতে পারছিনা।
ওই যে হয়না পেটে আসছে মুখে আসছেনা ।
পড়েছে মনে পড়েছে মহুয়া ফলের গন্ধ।
আরে কাল-ই তো আমার জন্মদিন।
নন্দিনী বলেছিল কাল যেন কোথাও না যায়;
আমার জন্মদিন ঘটা করে সে মানাবে।
আমি বলেছিলাম যদি তাড়াতাড়ি ফিরে আসি  
তবে যাব আমাদের প্রিয় জায়গা প্রিন্সসেপ ঘাট ।
কিন্ত বর্ষাকালে এই মিষ্টি গন্ধটা এল কি করে?
কেমন যেন নেশার মতন জড়িয়ে ধরছে ধিরে ধিরে;
কে যেন নাগাড়ে ডেকে চলেছে অনিকেত... অনিকেত
আমি তো অনিকেত নই আমি অর্ণব
আমাকে ছোটবেলায় একজন কে যেন ডাকত।
আর আমি সাড়া দিতাম।তার সাথে বেড়িয়ে পড়তাম,
         যখন খুশি বনবাদার আগান বাগান ।
কত গাছপালা চিনিয়ে দিত এটা পদ্মফুল
ওটা গন্ধরাজ লেবুর গাছ ঐযে ওই পাখিটা ওটা বাবুই
পুকুরে স্বছ জলে মাছের চিড়িক দেওয়া সেই দেখাত ।
কিছুক্ষণ ভাবি এই শহরে আমি একটাও বাবুইপাখি দেখিনা।
           ঘুম ভেঙে গেল একটা কাল কাকের ডাকে ।