কি আবেগে দ্রুত বেগে কোন সর্বনাশের আশে ।
ছড়িয়ে ছিটিয়ে অসার বস্তু যত হাওয়ায় ভাসে ।


এই জীবন যখন চেয়ে ফেলেছে আর একটু বেশী
তোর মুখে তখন বিকেল নামে  যেন শুক্লা চতুর্দশী ।


বালুকাবেলায় চিহ্ন রেখে কে যেন হয়ে গেছে ছায়া
সেই চিহ্নে পা রেখে রেখে দুরের ছায়াতে খুঁজি মায়া।


কেন মাটিতে পড়েনা চিলের ছায়া তখন অবাক লাগে
আমার ভালবাসা নাকি তোর কাছে সেও কি রাত্রি জাগে।


মাঝে মাঝে ইচ্ছা করে বাতাস হয়ে হারিয়ে যেতে চাই
ছাতিম ফুলের মাতাল গন্ধ তোর আঁচলে রেখে যাই ...............