যখন ওরা আগুনে পুড়ছিল আমি দেখিনি
যখন ওরা ঝড়ে আর্তনাদ করছিল আমি শুনিনি
যখন ওরা প্রতিবাদে মার খাচ্ছিল আমি কিচ্ছু বলিনি
যখন আমি ক্রমশ ডুবছিলাম ওরাও হাত বাড়ায়নি।


যখন ওরা কুপিয়ে কবর খুঁড়ছিল আমি দেখিনি
যখন ওরা বুলেটে প্রাণ দিচ্ছিল আমি শুনতে চাইনি
যখন ওরা স্লোগানে ঝড় তুলছিল আমি কিচ্ছু বলিনি
যখন আমি অগাধ অন্ধকারে আলো হাতে ওরা কেউ আসেনি।


যখন ওরা বন্ধ্যা জমি চাষ করছিল আমি দেখিনি
যখন ওরা পাথর ফাটিয়ে পথ বানাচ্ছিল আমি শুনতে চাইনি
যখন ওরা বৃষ্টির জন্য গলা ফাটাচ্ছিল আমি কিচ্ছু বলিনি
যখন আমি দীর্ঘ উপবাসে শস্য হাতে ওরা কেউ আসেনি।


একদিন ঝড় বৃষ্টির রাতে পথে নেমে এলাম
ভাঙা ঘরের খুঁটি সরিয়ে প্রাণ বাঁচালাম
সেই মুহূর্তে ওরা আমার কাঁধে হাত রাখল,
ঠিক তখনই ঝড়ের মুখোমুখি দাঁড়াবার... ইচ্ছা প্রবল হোল।