একুশ লাল কৃষ্ণচূড়া একুশ এখন জগৎজোড়া ;
একুশ এখন মাস ফাগুন একুশ বিশ্বে ছড়ায় আগুন;
একুশ চোখের আলো একুশ প্রানের প্রদীপ জ্বালো,  
একুশে দেখি সাধের স্বপন একুশ এ বুকে স্পন্দন।


একুশ ভেঙেছে বাধার পাঁচিল একুশ খুলেছে খিল;
একুশ আজ জ্বেলেছে মশাল একুশ ডেকেছে মিছিল   ।
একুশ শপথে হয়েছে উজল একুশ নিটোল সকাল ;
একুশে তাজা গোলাপ ঝরেছে পাঁপড়ি এখনো লাল।


একুশ শত্রুর বুকে ঝাপটা একুশ কথায় সোজা-সাপটা
একুশে মায়ের কলজে খালি, বোমা বন্ধুক বারুদ গুলি ।
একুশ আমার মায়ের ভাষা তাই একুশ মানেনি বাঁধা ।
একুশে উড়ছে জয়পতাকা একুশে গাইছি বিজয় গাঁথা ।