আবার আর একবার বিস্ফোরণ
কেঁপে উঠলো স্বর্গ, সাথে বারুদের গন্ধ ।
ঝলসে কাল হয়ে গেল চিনারের পাতাগুলো।
আপেল ফুলেরা ভয়ে পাঁপরি গুটিয়ে নেয়।
বিয়াল্লিস গোলাপ বৃন্ত থেকে ঝরে গেল ।
এক আকাশ যন্ত্রণা ছড়িয়ে গেল দশদিশে ।
কারোর কাছে কোন খবরই ছিলনা ।
ওদের ভিতর কেউই অসাধারন ছিলনা ।
ছিলনা কোন মহামানব বা মহামানবী  ।
যারা তথাকথিত নিরপত্তা দিয়ে থাকে
       দেশ বা দশের বিশাল জনতার ।
তাদের নিরাপত্তা ! ওটা না ভাবলে ও চলবে ।


দিক থেকে দিগন্তরে খবর ছোটে বাতাসে
      চোখের জল আর বাঁধ মানে না ।
সিংহ রবে হুঙ্কার, মুঠি তুলে শত্রু মারি ।
মোমবাতি বিক্রি হয়, কালো ব্যজ পড়তে হয় ।
নিরবতা পালন করতে হয় । তারপর ...
একদিন... দুদিন... তিনদিন ...
ধিরে ধিরে ফুলের গন্ধের মতো ভুলতে হয় ।
তারপর অন্য ম্যাজিকে জনতাকে ভোলাতে হয়।