আমি পূবালী বাতাসে তোমায় ডেকে ডেকে চলে যাই।
তুমি শুনেছ কি ?
ঝরাপাতা সব উড়িয়ে দিয়ে মাটির সোঁদা গন্ধ এনেছি
তুমি পেয়েছ কি?
পলাশ আর কৃষ্ণচূড়ার রঙ নিয়ে মনের মতন ছবি এঁকেছি
তুমি দেখবে কি?
দোয়েল আর কোয়েলের সুর দিয়ে বসন্তেরই গান বেঁধেছি
তুমি শুনবে কি?


গত বসন্তে আসতে দাওনি কাছে
দূর থেকে দেখে তাই অভিমানে গেছি ফিরে।
খুঁজেছি কত বেলা অবেলায় সাঁঝ সকালের সুরে
সেদিন তুমি শ্রীমুখ লুকিয়েছিলে নানা মুখোশের ভিড়ে।


এসো তবে এসো পূবালী বাতাসে খোলাচুল যদি উড়াতে চাও
তুমি আসবে কি?
এসো তবে এসো ভেজা মাটির গন্ধে যদি হৃদয় ভরাতে চাও
তুমি আসবে কি?
এসো তবে এসো চেনাপথ ধরে যদি সাথে সাথে চলতে চাও
তুমি আসবে কি?
এসো তবে এসো এসো বসন্ত গান গেয়ে যদি বাসন্তিকা হও
আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে কি?