এসো গড়ি নব বাংলা
আর নয় ছেলেখেলা, আর নয় অবহেলা ।
আমাদের ভালবাসা আস্কারায়
     সে দাপিয়ে বেড়ায় দেখো বিশ্বময় ।
ওকে তো চিনি আমি তুমি সবাই
ও যে ভীষণ ভয়ঙ্কর প্লাস্টিকাসুর ।


ও যে শুষে নেয় জীবনের অমৃত-ধারা
ও যে ভেঙে দেয় আগামীর গতির ধারা ।
তার সর্পিল গতিতে শুনি হিস হিস হিস
প্রতি শ্বাসে জাগে তাই হাসফাঁস বিষ ।
এই ধরাভূমি একদিন করে দেবে বধ্যভূমি ।
ওকে তো চিনি আমি তুমি সবাই
ও যে ভীষণ ভয়ঙ্কর প্লাস্টিকাসুর ।


আমার বৃষ্টি আমার নদী হারিয়ে যাবে
আমার সাগর আমার মাটি ধুসর হবে ।
তাই আজ থেকে তাকে বর্জন করো
আর সোচ্চারে বলো চাইনা তোমায় ।
এ বাংলা গড়ে নিতে জেগেছি সবাই
সবুজের কুঁড়ি সব আজ বাঁচাতে চাই ।  
    এসো গড়ি নব বাংলা