তোর মুখে মোনালিসা হাসি দেখলেই
                   ভুল করি সব কাজে ।              
কেন অমন করিস,জানি বলবিনা কিছুই
                  প্রশ্ন শুধু উত্তর খোঁজে ।


বাসন্তী রঙ শাড়ি যেই পরেছিস মেয়ে
              তখন কেমন কেমন মন ।
জানি কলকে ফুলে চলকে উঠে মধু  
            মৌপিয়ারা পেয়েছে সন্ধান ।


এলো খোপায় পলাশ গুঁজে যেই দিলি
                    কেমন উদাস হয়ে যাই ।
হাতের বাঁশি অবশ হয়ে পড়লো খসে রাই
                বলনা এখন কিহবে উপায়।
                
তোর পায়েতে রুনুঝুনু নুপুর বাজলো যেই
                ধামসা বাজে মনের কোনে ।
আকাশ জুড়ে পূর্নিমাতে চাঁদের মধুর ডাক  
                জানি মিলন হবে সেইক্ষণে ।