আসলে ভাঙচুর শুরু হয়েছিল
সেই মহরতের কাঠামোতেই।
গলদ বুঝতে দেরি হলো
ভাঙনের বীজ বুনেছি বপনেই।
একটা প্রাসাদ বানাতে চেয়েছিলাম
অনেক মিথ্যে দিয়ে ।
তাশের ঘরের মতন ভেঙে পড়ছে
শব্দহীন যন্ত্রণা নিয়ে ।
ভাঙছে নদীর পাড়, পায়ের মাটি
হৃদয় হদিস রাখছেনা।
পাহাড়ের ছায়ার গ্রাসে ফসিল হবো
আগামী মনে রাখবেনা ।