নিজের ভিতর কি একটুকু ও আগুন নেই
আছে তো! তবে কেন ব্যবহার করেননা ।
উনি বিদ্রোহ কে উন্মত্ততা বলছেন বলুক ;
উনি জলকে তেল বলেন, আপনিও তাই !
আকাশ জমীনের ফারাক'টা জানেন না !
তবে কেন সবুজকে শুধু শুধু নীল বলেন ।


মৌচাকের মধুর মোহ ত্যাগ করা খুব কঠিন;
ক্ষমতায় টিকে থাকতে মেরুদন্ডটায় ফসিল।


মান-মর্যাদা আপনার আছে ? বিশ্বাস হয়না !
কি আশ্চর্য !এভাবে কী কেউ জলে পড়ে যায় !
এটা কি পদস্খলন!নাকি লেঙ্গি মেরে ফেলা ।
তাহলে, সেনবাবু এখন কি বুঝতে পারছেন ?
আপনি রাজাও নন মন্ত্রীও নন নিতান্তই বোরে।
রাজার ঘোড়ার আড়াই চালে হলেন কিস্তিমাত।


এখন তো আপনার ঘরে বাইরে শত্রুর ছড়াছড়ি;
অফুরন্ত সময়ের টিকটিক শব্দটাও যেন বিদ্রুপ ।