বিষের বাঁশি যেই বাজালে
    সূর্য্য উদয় পুব দিকে ।
রুদ্রবীনার ঝঙ্কার শুনে
   ঝরনা নামে পাহাড় থেকে ।
ভুখের সাথে নিত্যি লড়াই
    সকাল দুপুর সাঁঝবেলা ।
যুদ্ধে গিয়ে তুর্য বাজাও
     দুনিয়া যেন পুতুলখেলা ।
দুর্গম গিরি  প্রান্তর মরু
    তোমায় দেখে পথ ছাড়ে ,
লেটোর দলে গান গেয়ে যাও  
   দেশ হতে দেশ দেশান্তরে।
নতুন করে মানুষ দেখা
    নতুন করে ভাবতে শেখা ।
খোলা তলোয়ার কলম যেন
   ঝলসে ওঠে বিজলী শিখা ।
অগণিত মন জাগ্রত জন
    বিদ্রোহী রূপে ঠিক চেনে,
রাজবন্দির জবানবন্দি
    মুক্তি শপথ বিপ্লবী গানে  ।
শুন্য আঁখিতে বুলবুল খুঁজে
      ক্লান্ত নিরব ভাষা ওষ্ঠে ,
কোন সে কাঁটার জ্বালা নিয়ে  
      ফণীমনসার ফুল ফোটে ।