কোথায় চলে গেছ গভীর রাতের কুয়াশা ছড়িয়ে ।
রাত কুয়াশা ফণীমনসার ডালে শুধু হিম ঝরেছে ।
প্রতি কাঁটাতে সে হিম জমে জলের ফোঁটা ধরেছে।
চাঁদের আলো মেখে জলের ফোঁটা হৃদয়ে ঝরেছে ।


হৃদয়ে ক্ষরিত ধারা, কাঁটাতার পেড়িয়ে ধেয়ে গেছে ।
মন কিছুতেই মানে না চলে কাঁটাতার সীমানা ধরে ।
সীমানা পেড়িয়ে তোমার সন্ধানে বনলতার সে দেশে ।
বনলতা মুখ ফেরালো, ধুলোপায়ে ধানসিঁড়িটির তীরে।
ধানসিঁড়িটির বুকেতে জমেছিল অনেক ব্যথা যন্ত্রনা ।
অনেক ব্যথা যন্ত্রণা শেষে বলেছিল-ফিরে যাও ঘরে ।


রিক্ত দুহাতে ঘরে, তবু পরশ পেতে আকাশে হাত বাড়ায়।
আকাশের নীলে ক্ষয়ে যাওয়া চাঁদ ক্রমশ পূর্ণ হতে চায় ।
ক্রমশ বাতাসে কানাকানি, শোনায় তোমার আসার বাণী।
এসেছ জেনে নেভাই আলো,আঁধারেতে বাড়াই হাতখানি ।