একদিন ফিরে যেতে হবে ।


ঐ দুরে দিগন্ত রেখা ছাড়িয়ে
যেখানে রোদ্দুর মুখ ডুবিয়ে ঝিলের জলে
খুঁজে নেয় সবুজ জলজ শেওলা ।


ঐ দুরে যেখানে একলা মেয়ে
একমনে সাজিয়ে চলে পুতুলের ঘরদালান
অভিমানে ইচ্ছা করে সব ভেঙে ফেলে ।


ঐ যে ফুটে ওঠা সদ্য আমের মুকুল
ওখানে যে মৌমাছিরা গুনগুনিয়ে মধু খায়
কি আশঙ্কায় একসাথে হারিয়ে যায়।


ঐ যে বাঁশের বনে থালার মতন চাঁদ
পাতার ঝিরিঝিরি বুকের ভিতর তুফান তোলে
সুরঞ্জনা লাস্ট ট্রেনের শব্দে সেখানে যায় ।


ঐ যেখানে মাটির গভীর অন্ধকারে
নিশ্চিন্তে কেউ অনন্ত অপেক্ষায় প্রহর গুনে যায়,
উত্কর্ণ হয় প্রেয়সীর পদধ্বনি আশায় ।


একটু একটু করে বিলীন হতে থাকি  
ঝিলের জলে আমের ফুলে ট্রেনের শব্দে মেয়েখেলায়
প্রেয়সীর পদচারনায় ।  তখন তুমি চিনে নিও ।


একদিন ফিরে যেতে হবে ।