এক সময় ভাবতাম কবে বড় হবো ।
যেদিন আমার মাথা আকাশ ছুঁয়ে নেবে!
যেদিন আমার সব বই পড়া হয়ে যাবে !
একদিন ঘর পেড়িয়ে স্কুল, স্কুল পেড়িয়ে কলেজ
সেখান থেকে আরো দূরে আর দূরে...
আমি কি সত্যি বড় হয়েছি।  না...


আমার সেদিনগুলো ভালো ছিল।
সবুজ ঘাসে শিশির ভেজা হিম ঝরানো সকাল।
ফড়িং আর প্রজাপতি ধরা হলুদ বিকেল।
অবুঝের মতন মাকে বলে ফেলা
মা...আমাদের সাথে চাঁদ কেন মামারবাড়ি যায়?
পুকুরের জলে ঝাঁপ দিয়ে
ওই চাঁদকে টুকরো টুকরো করে দিতাম।
সাত সকালে শীতের দিনে
চাদরে মুখ ঢেকে মায়ের আদর খাওয়া।
অবুঝের মতন বৃষ্টিতে ভিজে যাওয়া।


আমি চিৎকার করে বলছি
চাইনা এমন মেকি মিথ্যের বড় হয়ে যাওয়া।
আমায় ফিরিয়ে দাও ময়ূরপঙ্খী নাও
ফিরিয়ে দাও নুড়ি পাথর কুড়িয়ে নেওয়া দিন।