হটাত হটাত চোখের সামনে জলছবিরা উঠে আসে ।
জমে জমে থাকা আনন্দগুলো ফানুসের মতো ভাসে ।
হাসি হাসি মুখে জুইফুল গুলো টুপটাপ ফুটতে থাকে ।
ফুরফুরে পবনে এলোচুল নীলাম্বরী আঁচল চিনি তাকে ।


দ্রিমিদ্রিমি মাদলের ঝংকারে বাঁধনহারা হাতছানি ইশারায় ।
নীল নীল দুঃখগুলো বে-হাওয়ার ঘুড়ি হারালো কোথায়?
অন্তরে অন্তরে সর্পিল ইচ্ছা, এক্ষুনি আঁধার নেমে আসুক ।
থমকে থমকে যাক সময়, মেঘবালিকা বৃষ্টি হয়ে নামুক ।