চে মানে আগুনের এক ফুল্কি
চে যেন জ্বালায় আগুন ধিকি ধিকি
চে যেন দেখায় দূরে তর্জনী তুলে
সামনেই আছে আসন্ন এক ফসলের দিন।
চে যেন বলছে দৃপ্ত শপথে
ঊঠে এসো আজকেই সেই রুখে দাঁড়াবার দিন।।


তোমার চেতনাতে ইস্পাত লালে লাল
তোমার কবিতা শুনে পাথরেতে ফোটে ফুল।
তোমার সন্ধানী ইশারায় প্রাসাদের বুকে শঙ্কা
গুনে গুনে নেবে প্রতিশোধ, বাজাবে জয়ের ডঙ্কা।।


তোমার স্বপ্নে বোনা স্বাধীনতা ইস্তেহার
ভীষণ হয়েছে দামী, আজো বড় বেশি দরকার।
বুঝে নেব আজ অধিকার, মাথা উঁচু করে বাঁচবার
তাই, লড়াই চলবে জোরদার,রুটি রুজির অধিকার।



* আজকের এই কবিতা কবি অবিরুদ্ধ মাহমুদের জন্য সমর্পিত করা হল।