তুমি আসবে বলে অনেকরাত আছি নির্ঘুমে
রাত জেগে শুনেছি ঝিঁঝিঁর একঘেয়ে ডাক।
মাঝে মাঝে শুনেছি চিলশাবকের কান্না
বাড়ির পাশে কাঠবাদামের গাছ থেকে।
অনেক রাতে ধারে কাছে বেজেছিল সাইরেন
হয়তো কাউকে বাঁচার মন্ত্র আবার শিখিয়ে নিতে
দ্রুত শব্দটা দূরেই মিলিয়ে গেল।


এমন ঝটিকা সফর তোমারও হতে পারে
একবার নাহয় বিষনজরে দেখতেই পারতে।
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় অনেকেই
সকলেই সকাতরে তোমায় কামনা করছে।
একটু নূপুরের রিমঝিম শব্দ
অতিষ্ঠ পৃথ্বী কেমন ঘুমঘুম হবে
তুমি সব জানো। সবটাই তোমার জানা।
সব অহঙ্কার অভিমান দূরে সরিয়ে রেখে
সব বাধা বিপদ অতিক্রম করে চলে এসো
দাও ভিজিয়ে দাও মাটি
ভরিয়ে দাও নদীর বুক
জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দাও মানুষের
বাতাসে ছড়িয়ে দাও ভিজে গন্ধ
হাসি এনে দিও কিষাণীর শুকনো ঠোঁটে
ক্লান্তিহীন পাখীটা যেন আর
'ফটিক জল' না যাচে।