বিকেলের রোদ্দুরে আসুক কবিতার ফরমায়েশ;
কিছু আমি কিছু তুমি আর কিছু অনন্য সময়ের ।
কাব্য-পটে বাস্তবের দন্ডায়মান শহিদ মিনার ;
সবুজ গালিচা বিছানো অকপট এক ময়দান ।
       সাক্ষী থাকছে ভাঙাচোরা মঞ্চ-কাঠামো;
       এখানে ওখানে ছড়ানো কাগজের বুলেটিন ।
       একঝাঁক কাকের ঠোকরানো অভুক্ত ঠোঙ্গা;
       আকাশ জরিপে ব্যস্ত চিত হওয়া এক ভবঘুরে।
এনেছ কবিতায় গোপন গিরিখাতের নেশা বাসনা;
ছুঁয়ে ছুঁয়ে পাতা উল্টে খাজুরাহের মুক্ত অঙ্গনে।
ফাগুনে আমার আগুন ঝরেছে, কাব্য হারিয়ে রিক্ত
পিচগলা রাজপথে আটকে থেকেছে কল্প তর্জমা;