বেটি বাঁচাও কেমন করে কিভাবে?
বাঁচবে কী বেটি প্রতিদিন এমন রক্তপাতে।
ভালো মানুষের মুখোশে অসুর কত
বাড়ির আনাচে কানাচে অনবরত ওত্‍পাতে ।
ওরাওতো জানে দশমাস দশদিন
এই মায়ের গর্ভে ধীরে ধীরে বেড়েছে ।
ওরা কী ভুলেছে শিশুর প্রসব যন্ত্রনায়
এই মায়ের চোখের জল কতটা ঝরেছে ।
আজকের বেটি কালকের বধূ মাতা জায়া
বেটি বাঁচাতে এই সমাজের মিথ্যে প্রতিশ্রুতি ।
বেটি বাঁচাতে বেটি পড়াতে তৈরী জ্যোতূঘৃহ
লালসার আগুনে পোড়ে কী নিদারুন পরিণতি।
সত্যি কী কোনও, এই বিনাশের নেই কোন প্রতিকার।
গান্ধারী জননী চোখ মেলো, অসি ধরো চাও অধিকার।