সম্পর্কটা টুকরো হতে হতে একসময় সবটা বিলীন ।
      সম্পর্ক হয়ে গেছে ফসিল নয়তো হয়েছে মমি;
কিম্বা করাতে কাটা বৃক্ষরাজির অলস পড়ে থাকা ;
হয়তো কোথাও সবুজ দেখা দিলেও দেখা যায়।
সেখানে নিয়মের জল সেচনে কোন উন্নতি হয়না।

ঠিক যেমন নদীর পাড় চোরাস্রোতে ভাঙ্গতে থাকে।
      ভাঙ্গতে ভাঙ্গতে গ্রাম নগর শহর হারিয়ে যায়;
অনেক সময় বাঁধ বোল্ডার দিয়েও কোন কাজ হয়না,
নিশ্চিত ধ্বংসের দিকে সর্পিল গতিতে এগিয়ে যায়।
যদিও নদী সমতা রাখতে অন্যকূল ছবির মতন গড়ে।


আমিও সম্পর্ক বাঁচাতে আগুন হাতে নিয়ে পুড়ছি ।
      পুড়তে পুড়তে একদিন হয়তো ফুরিয়ে যাব;
তবুতো কিছুটা থাকবে হাহাকার হয়ে পোড়া বাতাসে।
কিছুটা আগুনের নীল শিখায় পোড়া কালো অঙ্গারে।
বত্সরান্তে যদি সেখানে সবুজেরকণা দেখো ফেলো
                                জানবে ফিরে এসেছি।