অনেক রাত জাগা মানুষটা
ক্লান্ত দুহাত বাড়িয়ে বলেছিল
        আমায় ঘুম ভিক্ষা দেবে ।
কতদিন ঘুমায়নি একগ্যালাক্সি হবে
মিশর দেশে পিরামিডের গুপ্তকক্ষে
     অস্ত্রহাতে দুচোখ পেতে পাহারাতে।
নীলনদের খাল কেটেছি দিনরাত
কড়া নজরদারীতে চাবুকে রক্ত
     অবিশ্রান্ত ভয়ে কর্ম আজীবন ।
দ্রোহকালে হাতে পায়ে শিকল
একঘেয়ে বিষম সুরে ঘানি টানায়
     মুখ থুবড়ে পিস্ট নির্ঘুমরাত ।
অন্যের জমিতে ফসল ফলিয়ে
শুধু বুকভরে শ্বাস পাকা ফসলের
     বন্ধকী ঘুম প্রতি শস্যের দানায়।
এবার আমি এক সমুদ্র ঘুমাবো
এক পাহাড় গভীর রাত্রী নিয়ে
     আমার মাপে জরিপ জমিতে ।