পাল্টে যাচ্ছে প্রকৃতির গতি প্রকৃতি
পাল্টাচ্ছে জল কাদা মাটির গন্ধ আদি;
ক্ষয়ে যাচ্ছে চাঁদের মতো পৃথীর রঙ
হারিয়ে ফেলছে স্বচ্ছ নদীর জলছবি ।
ফুরিয়ে যাচ্ছে যত শিশু মনের রুপকথা
হারিয়ে গেছে কিশোর মুখের কল্পকথা
জেগে উঠছে সন্তর্পনে ঘন তমসার চর
ষড়যন্ত্র চলছে আগামীতে সকাল নয়।


কেউতো আছে বুকে যার কান্না জমেছে
আর্তির পাশে কান্না মুছতে কেউতো আছে।
বুকের ভিতর যারা বারুদ জমিয়ে রাখছে
হাতে হাত রেখে যারা উষ্ণতা পরখ করছে ।
শিরদাঁড়া টানটানে যারা স্বপ্ন চোখে রাখছে
এক থেকে কোটি হয়ে কঠিন রাত্রী জাগছে ।
অত্যাচারের করতে খতম অস্ত্রে শান দিচ্ছে
একদিন ওরা যুদ্ধজয়ের আনন্দেতে হাসবে ।