যদি যেতে চাও তুমি চলে যেও
ধুলোর পরে পদচিহ্ন রেখে যেও
   দখিন হাওয়াতে আঁচল ছড়িয়ে দিও
     চেনা ফুল সৌরভে বাতাস ভরিয়ে যেও  ।
ফাগুন ঝড়ে হারিয়ে গেছে মন
  আগুনে পুড়েছে লাল পলাশের বন
    রিক্ত আমি সিক্ত হতে চাঁদের জোত্স্নায়
      মুক্তি দিয়ে জুই বকুলের মালায় গেঁথে দিও।
রাত পাখীটা রাতভোর ডানা ঝাপটে যায়
    সে চাঁদের দিকে চেয়ে চেয়ে তৃষ্ণা মেটায়।
        এক এক করে স্বপ্ন আমার সুদূরে মিলায়  
          যতটুকু স্মৃতি আছে তুমি সেটাও নিয়ে যেও  ।