আজ এই মাঝরাতে ওরা কারা
     দরজাতে কেন ঘন ঘন নাড়ে কড়া ।
তুমি তো ওদের খুব ভালো চেনো
       কেন ভয়ে আজ হও দিশাহারা ।।


যখন ওরা পাশের বাড়িতে দিল আগুন
      তুমি তখন উদাস নয়নে দেখেছিলে।
প্রানের ভয়ে প্রতিবেশী করেছে আর্তনাত
      নিঃশব্দে জানালা বন্ধ করেছিলে।।
তুমি তো ওদের...............


যখন ওরা দিন-দুপুরে জোর করে
     মেয়েটার চিত্কার হাসিতে আড়াল করে ।
তুমি তখন না দেখা শোনার অভিনয়ে
       ত্রস্ত্র চরণে বাড়িতে গিয়েছ ফিরে ।।
তুমি তো ওদের...............
      
আজ ওরায় এসেছে হাঁড়ির খবর নিতে
        ঘরের আগল দাও খুলে দাও ।
আজ তুমি বড় একা, তাই মুখে নেই ভাষা
       আজ দেখব কি করে এঘর বাঁচাও ?