পৌষ পরবের মেলায় যাব সঙ্গে নেবো তোকে
মেলার ভীড়ে হারিয়ে না যাস থাকিস চোখে চোখে ।
পথে যেতে ডুলুং নদী পা ডুবিয়ে নিবি
ঝুমুর ঝুমুর বাজবে নূপুর নোলক দোলাবি ।
               নাকের নোলক দোলাবি ।


লাল মাটি লাল শাড়ি লাল কাঁচের চুড়ি
সূর্যি ডোবা লাল আভাতে মানায় তোকে ভারী ।
চলকে ওঠে ফুলের মধু খায় চুষে মৌটুসি
তুফান জাগে যখন দেখি চাঁদো ছোঁয়া হাসি ।
                তোর চাঁদো ছোঁয়া হাসি ।


        
জোর কদমে চলরে এবার পথ এখনো মেলা
পায়ে পায়ে উড়ছে ধুলো যায় গড়িয়ে বেলা ।
মেলায় ভীষণ মজা হবে চড়ব নাগরদোলা
মাটির গানে রাত ফুরালে ঘরে ফেরার পালা ।