পাহাড়ের আঁকাবাঁকা সর্পিল গতির সাথে
হৃদয়ের তালের সমতায় পৌঁছে গেছি
            নাম না জানা এক উদ্যানে ।
লিপিবদ্ধ নিয়মাবলী পাঠ শেষে লোহার গেট
একদলে চলেছি নতুন কিছু দেখব বলে
           পায়ের কাছে সাদাকালো ও কে ?
প্রহরী হেঁকে বলে ওকে সাথে নিয়ে যান
রাস্তা ভুলে গেলে ওকে কাজে লাগবে
            গোল ডুঙরী ওর নাম আছে  ।
সাদা কালোয় পশমের গোলগুল্লা
আপনমনে হেঁটে চলে সাথে সাথে
            হটাত থমকে পিছনে দেখে ।
চারপা আমরা হাঁটি যদি সেও হাঁটে চারপা
দাঁড়িয়ে গেলে সেও দাঁড়ায় পথের মাঝখানে
          ভাবটা তার মিছে কেন করো দেরী?
লোমের ভারে ক্ষুদ্র দুচোখ যায়নাতো দেখা
খাবার দিলে আলগা এক অনীহা দেখায়
           তারপরে ঠিক চেটেপুটে সাবার করে ।
ফেরার পথে মাকে দেখে ছুটে গেল ত্বরা
যেন আমাদের চেনেনা সে একরত্তি
          দেখেনিও সে কস্মিনকালেতে ।
মায়ের কাছে আছাড়ি পিছারী আদুরী
দুষ্টুমিষ্টি চেয়ে থাকে ঝোলাকান সরিয়ে
       শেষবার্তা তাহারে ভালো থাক বাছারে ।