কালকের ইঁদুর আজ নিজেকে বাঘ মনে করছে ;
গর্ত তার ভালো লাগেনা।
এখন গুহা দখল করেছে ;
পোশাকে আশাকে হাবেভাবে বাঘ বাঘ মনে হয় ।
             তবু...
যেদিন ছিল সেদিন নাকি পাল্টে নতুন দিন আনবে ;
দিনটা সাধারণের জন্য ছিলনা ।
সাধারন মানুষ আবার ঠকে গেল ;
পরোক্ষে তাঁর নিজের জীবনের আমূল বদলে গেল ।
            তবু...
ফাঁদে আবার খাবার রাখা হয়। জনগণ আবার খাবে ;
কালো টাকা সাদা হয়ে গেছে ।
স্মৃতিস্তম্ভে বিশ্বে মান রেখেছে ;
ঘরের মেয়েরা নাম পেয়েছে সীতা সাবিত্রী দ্রৌপদী ।
           তবু...
স্বর্নরথ গড়িয়ে চলবে। পাঞ্চজন্য নাকি আবার বাজবে !
মানুষগুলো সত্যিই কিচ্ছু বোঝে না ।
চাই আর চাই, ক্লান্তিহীন চাওয়া ;
পেলেইতো ফুরিয়ে যায়। গরিবিয়ানা কখনো ফুরাবেনা।