সব তোমারই তোমারই তোমারই সব দান
তোমার ছোঁয়াতে সব হয়ে গেছে গান।
তোমারি দৃষ্টিতে সজল হয়েছে জমি
তোমারি ভালোবাসায় বাঁচে এ জন্মভূমি।


তোমারই বারতায় পেয়ে পাখিরা ডানা মেলে;
তোমারই প্রকাশ দিয়ে আঁধার সরিয়ে গেলে।
আমের মুকুলে মধু একে একে জমে গেল ।
এ খবর দিকে দিকে তখনি ছড়িয়ে গেল ।


তোমারই আবদারে ফসলেতে ঢেউ জাগে ।
প্রানের ঠিকানা দিলে ফসলের বুকে ।
তোমারই আলো ছায়াতে মানুষ স্বপ্ন দেখে
তোমারই জলধারায় এ জীবন বেঁচে ওঠে।  


শুধু তোমারই নিয়ে নিয়ে পেয়েছি পূর্ণতা
ভুলে শেষে রেখে দিয়ে গেছি শুধুই শুন্যতা ।
তোমাকে চিনিনি তবু চিনতে চেষ্টা করিনি
এবারের মতো মাফ করে দিও গর্ভধারিনী ।