তোমার কাছে পেয়েছি কত পাওয়ার যে শেষ নেই ;
দিন-রজনী মায়াবন বিহারিনী না চাইতেই দিয়েছ কতই ;
আলোকিত রাত তোমার আলোয়,
হারিয়ে যাওয়া পথ খুঁজে পাই ;
তুমিই বৃষ্টি তুমিই বাতাস যাও বয়ে যাও,
সবার তৃষিত পরানখানি দাও জুড়িয়ে দাও।


বুকের ভিতর দিলে ভরে হাজার ফুলের সুবাস ;
সেইতো পরম পাওয়া সবার আনন্দ একরাশ ;
পূর্ণচন্দ্র হয়ে কত জোত্স্না ছড়িয়ে দাও ;
রবির আলো হয়ে দাও জাগিয়ে দাও ।।


তোমার কাব্যমাধুরীতে এই জগত করে স্নান ;
সেই কবে থেকে পথ চলা তুমিই জিয়নকাঠি
                 কখনো হবে না ম্লান।


তোমার ফুলে তোমার পূজো তোমারি জন্মদিনে ;
ফুলদানী আজ সুরভিত তোমার কবিতা গানে ;
আকাশ বাতাস দশদিশে ছড়িয়ে তোমার দান ;
বাজে তোমারি জয়গান গর্বিত জনমন জনগন।।