চন্দ্রমল্লিকা অনিমেষকে বলল
আমার দিকে অমন করে চেয়ে থেকো না।
ফাগুনদিনে পলাশ আমায় ডেকে নিয়ে গেছে।
এখন আমি পলাশের হয়ে গেছি
রূপালী জোছনা ছড়াই পলাশের ডালে ডালে।
তবু অনিমেষ তোমাকে ভুলতে পারিনি।


একদিন সূর্যমুখী গগণকে বলল
আমি এখন থেকে পারাবত প্রিয়া।
পাহাড় আমাকে দুহাত বাড়িয়ে ডাকে।
আমি উপেক্ষা করতে পারিনা কিছুতেই,
অতৃপ্ত হৃদয় নিয়ে ছুটে যাই শৈলরাজের কাছে।
তবু তোমার নীল নদে ভালই ছিলাম।


অনিমেষ পলাশকে বলেছিল
তুমি জিতে গেছ,আমি ও শিখে গেছি হারতে।
গগন শৈলরাজকে বলেছিল
হেরে গেলেও সমুদ্র সৈকত আমায় নিয়েছে জিতে।