এখন আর মেঘবালিকা নই বৃষ্টি বলে ডাকে ।
জানি তুই এখনো খুঁজিস হলদে পাতার ফাঁকে ।।
হারানো পায়ের মল তুই খুঁজে পেলে আনিস ?
সাঁঝের বেলা মনের কথা গাঙ্গের জলে বলিস ?


বকুল ফুলের গন্ধে তোর এখন নেশা ধরে ?
তখন বুঝি আমার কথা বড্ড মনে পড়ে ।
হারিয়ে গেছি বলে ঠোঁট ফুলিয়ে বজ্রমুঠি তুলিস ?
অস্থির আঙ্গুলগুলোকে আমায় খুঁজতে বারণ করিস ।


রাত গভীরে ঘুম না এলে একলা ছাদে হাঁটিস ;
শুকনো পাতার মর্মরেতে মন উতলা করিস ;
জোত্স্না মাখা অবস্থায় আমায় দেখতে চাস ;
জানি সেই মুহুর্তে বুকেতে তোর চাপা দীর্ঘশ্বাস !


এখন আমি অন্য কোথায় অন্য কোনো দেশে ,
হাত বদলে ফুরিয়ে যাচ্ছি না জানি কোন বেশে ;
ঘুরলে বছর আসব আবার হালকা মেঘে মেঘে
প্রেম শিখব তোর কাছেতে ঝড়ের তীব্র বেগে ।