হটাত অনেকটা সময় পেয়েছি মুঠোয়
এখন কি করে যে খরচ করি
বুঝে ওঠায় যে ভীষণ দায়
শুয়ে বসে কতক্ষন!
এখন অমাবস্যা
চাঁদের দেখা
নেই।


মনকে বলি মন হয়ে যাও ইছামতি
মন বলে তা'কি করে হয় বলতো
এখন আমাতে স্রোত উধাও
কি করে ভাসিয়ে নিয়ে
যাবো দূর সুদুরে
আগে বৃষ্টিরা
আসুক।


বৃষ্টিরা বেশ নৃত্য ভঙ্গিমায় বলে ওঠে
এখন আমাদের আর ডেকোনা
দেখছনা মেঘেদের মুখভার।
ওরা ডাকলে আমরা যায়
উড়িয়ে দিয়ে আঁচল
বৃষ্টি হয়ে ঝরি
উঠোনময়।


সময় চাঁদ মন বৃষ্টি মেঘ ফিরিয়ে দিল
আমি এখন এই দুনিয়ার যাযাবর ।
নিজের পা’কে সঙ্গী করি চল ।
পা বলে বেশি দূর পারবনা,
তোমার হৃদয় বড় দুর্বল
শ্বাসকষ্ট। ঘরেই
থেকে যাও।