সূর্য্য ডোবার ঠিক পরে চাঁদ ওঠার ঠিক আগে
                             তোমার সাথে দেখা ।
সজনে পাতার ছায়াটি ছিল সারাটি মুখ জুড়ে
                              আশ্চর্য আলো মাখা।
ঠিক তখনি বকুল গাছে চড়ুই কিচির মিচির
                            অস্ফুট মনের কথা।
থাকলো পড়ে ঝরা বকুল চমকে তুমি লজ্জা পেলে
                             পরিবেশ রুপকথা।
তোমার আমার না বলা কথা শুকনো পাতায়
                             যেন মর্মরিয়া ওঠে।
ওঠলো ঝড় উড়লো আঁচল গোপন কথায় কাঁপন
                             ওষ্ঠে এবার ফোটে ।
হারিয়ে যাব দুরের দেশে যেখানেতে স্বপ্ন মেশে
                              আমি বাউল হতে চাই।
ওগো পথিক যাও নিয়ে যাও যেথায় তুমি যাবে
                              আজ হারিয়ে যেতে চাই।