প্রতি মুহুর্তে মনে হচ্ছে কিছু ঘটছে! কেন ?
হয়তো চায়ছে নতুন সূর্য্য সকাল এনে দিতে ।
এই যে ঝিরিঝিরি বৃষ্টির ঝরা! কেন ?
হয়তো পৃথিবীর সব কলঙ্ক পারে ধুয়ে দিতে ।


এই যে ঘন ঘন কোকিলের কুহুতান! কেন ?
হয়তো নতুন দিনের জন্য সৃষ্টির বীজ বুনছে ।
এই যে তোমার একান্ত নিবদ্ধ দৃষ্টি! কেন ?
হয়তো নতুন দিনের জন্য আল্পনা আঁকছে ।


এই যে বুকের ভিতর উথালপাথাল! কেন ?
হয়তো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা খুলে যাচ্ছে ।
এই যে রঙিন প্রজাপতির উড়ান! কেন?
হয়তো একফুল থেকে অন্যফুলে বার্তা পাঠাচ্ছে ।


এই যে মৃত নদীর উজান! কেন?
হয়তো জানায় সবার কাছে সুস্থতার প্রমানপত্র ।
এই যে ভগ্ন হৃদয়-সেতু জুড়ছে! কেন ?
হয়তো যুদ্ধ শেষের বিউগিল বাজবে এইমাত্র ।