আমা হতে জন্ম        
আমা হতে জন্ম হে পুরুষ ...........
আমাকেই যুগে যুগে অপমান করেছ
আমার পীযুষ ধারায় পুষ্ট হয়েছ
আমিই বার বার পৌরুষের শিকার
আমা হতে জন্ম হে পুরুষ ..........


আমাকেই পরীক্ষা দিতে হ্য় আমি সতী কিনা
আমার ইচ্ছার কোন মূল্য দাওনি
আমিই পাশার চালে বাজী হয়ে যায়
আমা হতে জন্ম হে পুরুষ ..........


আমাকেই পসরা বানিয়ে বাজারে বসাও
আমার বিচ্ছুরিত যৌবনে লক্ষী লাভ হ্য়
আমিই বিগত যৌবনা হলেই পথে পাই ঠায়
আমা হতে জন্ম হে পুরুষ ..........


আমাকেই দোষী দেখানো হয় নর নয় নারী প্রসবে
আমার জঠর হ্য় দানবের জনমে কলঙ্কিত
আমিই ছলিত হয়েছি বারবার ভালবাসার চরকিতে
আমা হতে জন্ম হে পুরুষ ..........


আমাকেই কেন পুরষের দেওয়া চিহ্ন বইতে হ্য়
আমার শরীর আমার মৃত্যূর কারণ কেন হ্য়
আমিই অধিকার বুঝে নিতে হব মাতঙ্গিনী
আমিই রুখে দাঁড়াব বিকৃত পুরুষের সামনে
আমিই বলব প্রকৃতি আর পুরুষের শেষ কথা
নিজেকে নিজেই রক্ষা করি, আমিই সেই নারী ।......০৭/০৩/২০১৪