এখান থেকে চলে গেলে কি
মন থেকে সরিয়ে দিতে পারবে!
মনে রয়ে যাব চিরকাল...


ভাববে একা একাই এইতো ছিল সবাই ।
কেউ এসেছিল শোকের পাহাড় পেড়িয়ে
কেউ নোতুন বাড়ির আনন্দ-গন্ধ নিয়ে
কেউ বিশেষ অর্চনার আমন্ত্রন নিয়ে;
এসোনা সবাই মিলে আনন্দঘন উৎসবে।
সব্বাই কাছে থেকেও দূরেই ছিল,
কেউ দেখে ও না দেখার ভান করেছিল;
কেউ অছিলায় বলেছিল সময় হবেনা
বার বার আহ্বান ফিরিয়েছি সবাই।
তাহলে কি তাঁর ডাকে আন্তরিকতা ছিলনা!


একদিন নাহয় কফিহাউস
আমাদের সব্বাইকে পেয়ে ধন্য হতো।
গরম কফির বাস্পায়নে টুকরো হাসি ছুঁড়ে দিতাম।
মুঠোফোনের অন্তরজাল ছিঁড়তে পারলাম কই?
সকলেই কেমন একাকি ঊর্ণনাভের মতন রইলাম,
দিনে দিনে জাল বিস্তৃত করলাম শুধুমাত্র
আত্মার অনুসন্ধান করিনি কেউ...
তবে ঠিক সবাই সবার মতন থাকলেও
একজন সকাল হয়ে একটা ভোর দিতে চেয়েছিল।
তাকে শুভরাত্রি সম্ভাষণে বারবার ফিরিয়ে দিয়েছি।


বার বার ঢেউ যেমন ফিরে ফিরে আসে তীরে
সম্পর্ক ঠিক তেমনি স্তব্দ মনে আসে ঘুরে ফিরে;
গান কবিতার তরঙ্গ ভিড়ে।
আজ সে অভিমানী সকাল যায় ফিরে অন্ধকারে।
এখনো কি থাকবে চুপটি করে বদ্ধ ঘরে?
এসো সবাই মিলে সাড়া দিই তাকে ফিরিয়ে আনি
এই নির্জনতীরে আবার থাকি তাকে নিয়ে কলরব সুরে।