তুমি যখন হরিণী দৃষ্টি দিয়ে একমনে
হলুদ ঠোঁটের পাখি দেখছিলে ।
তোমার পরিচিত একজন সিংহ দৃষ্টিতে
শরীরে ভৌগলিক মানচিত্র আঁকছিল।
         তুমি জানতে পারনি ।
অথচ একটা পিঁপড়ে বুঝেছিল বিপদ আসছে।
হঠাৎই গর্তে ঢুকে গেল একটা কুনো ব্যাঙ ।
নিঃশব্দে এগিয়ে আসা সাপ ব্যর্থ শিকারে।
ওরা বিপদের আশঙ্কা আগাম বুঝে নেয়।
তুমি পারনা! নাকি বুঝতে চাও না?