মাগো তোমার একটা ছবি আঁকতে চাইছি
বার বার হারিয়ে যাচ্ছে কোন না কোন ভাবে।
আমার দিকে চেয়ে আছো মিটিমিটি হাসিতে
জল রঙে ছবি আঁকতে আঁকতে সব রঙ শেষ;
ভাবছি কি করি।একপশলা বৃষ্টিতে সব বরবাদ।
তবু সেই তুমি চেয়ে আছো মিটিমিটি হাসিতে ;
ক্রমে জেদ গেল বেড়ে গেলাম চলে নদীর চরে;
তর্জনী দিয়ে দ্রুত এঁকে ফেলি তোমার হাসিমুখ!
চকিতে জোয়ার এলো, আর গেল সব বিলীন করে।
তোমার ঠোঁটে লেগে থাকে সেই মিটিমিটি হাসি,
বুকের আগুন তখন দিগুন জ্বলে হারবনা কিছুতেই,
জ্যোৎস্না রাতে আকাশপটে তোমার ছবি এঁকেছি
একরাশ কালোমেঘ যমদূতের মতন মুছে দিল;
তুমি বিজয়িনী হাসিতে, কেন পারনি মেঘ তাড়াতে?


অভিমানে চোখ বুজে চোখের সব জল শুষে নিয়েছি।
অথচ দিব্যি তুমি ঘুমের ঘরে এলে চোখ মোছালে;
বললে '' মিথ্যে খুঁজে বেড়াস এখানে ওখানে সবখানে
পাগল ছেলে এইতো আছি তোর হৃদয়ের মাঝখানে ।