কখনো কখনো মনে হয় তুমি যেন সৃষ্টি হয়েছো আমারি জন্যে
রঙ তুলি দিয়ে ছবি এঁকে ফেলি তোমাকে সেই ওগো রাজকন্যে ।

এমন করে হেসে ওঠো যেন মনে হয় ঝরনা হয়ে ধাও
কাছে গেলেই হরিণীর মতন পাথর ডিঙিয়ে হও যে উধাও।
      তুমি যে আমার মন মানসী সোনার হরিণ নও।
ক্যনভাসের ছবিটা হটাত হয়ে ওঠে ভীষণ রকম জীবন্ত
ইশারাতে যেই ডাকলে কাছে ঠিক তখনই এলো ফুলবসন্ত।
      তুমি যে আমার মন মানসী স্বপ্ন এনেছ অনন্ত।
কতদূর কতদূর বলো আর কতদূর গেলে সেই মধুপুর
যেখানেতে তোমায় পাব ক্লান্তি শেষে শান্ত হবে হৃদয়পুর।
      তুমি যে আমার মন মানসী দ্বিধাদ্বন্দ করো দূর।