অস্তিত্ব বিপন্ন !
দেওয়ালে পিঠ ঠেকে গেল মানুষ কি করবে ?
একবার ঝাঁপিয়ে পড়বেই বাঘ হোক বা শিয়াল হোক ।
আর্য না অনার্য !
নিজের দেশে নিজেই যখন মানুষ পরদেশী ?
তখন তো আগুন জ্বলবেই এই মাতৃভূমির মাতৃজঠরে ।
কালো না সাদা !
বর্ণের জন্য কেউ কাওকে যদি দেখে নিতান্ত সরুচোখে;
তখন সীতার মতন নিজেকে কেউ বিসর্জন নাও দিতে পারে ।
চাওয়া বা না চাওয়ায়
আকাশের নীল বনানীর সবুজ মনের আবেগ স্তব্ধ হবে না ।
আপন ছন্দে পরিযায়ীরা একদিন ফিরে যাবে আপনার শান্ত নীড়ে ।