যখন তুমি নদী তখন তোমার নাম দিলাম ইছামতী ।
কখন জোয়ার কখন ভাটায় , ভাঙো আবার গড়ে নাও ।
আবার কখন সর্বাঙ্গে সবুজ কচুরি পানাতে সাজাও;
হয়ে ওঠো দুর্বোধ্য । কখন স্রোতহীন হয়ে শ্রীহীন ;
বুঝিনা । সিন্ধুর পাথরে খোদায় শিলালিপির মতন ।
আবার যখন জল ছিটিয়ে ছড়িয়ে কিশোরী মত ধাও,
      তখন তোমায় খুব পবিত্র লাগে।
তোমার আঙ্গুল ছুঁয়ে হারিয়ে যেতে ইচ্ছা করে ।
পৃথিবীর যে কোন নিভৃত নির্জন প্রান্তে ।
হৃদয়ের আলোতে খুঁজে নেব সৌভাগ্য রক্তিম তিল।
ইছামতী তখন রেখে যেও শরীরে জলের দাগ ।
   বাধ্য ছাত্রের মত শিলালিপির ভাষা উদ্ধারে ব্যস্ত ।