ইচ্ছাতো থাকে নদীর মতন বয়ে যাব সমুদ্র ডাকে সাড়া দিতে
ইচ্ছাতো থাকে পাখীর মতন গেয়ে যাব গান ভোর এনে দিতে।
ইচ্ছাতো থাকে আকাশের মতন মেঘেদের সাথে ভেসে যেতে
ইচ্ছাতো থাকে বাতাসের মতন ফুলের সৌরভ ছড়িয়ে দিতে।


ইচ্ছাগুলো ডানা ঝাপটায় আর বার বার উড়বার চেষ্টা করে
ইচ্ছাগুলোর বুকে সাগরের গভীরতার স্বপ্ন দিতে চাই ভরে।
ইচ্ছাগুলো লালন পালন হতে হতে কিকরে যেন যায় মরে
তবু ছুটে চলি ওদের আবার যদি পায় নেব দুই মুঠিতে ভরে।