অগণিত শ্রমিকের ঘাম ঝরা চকচকে কপাল
শিরা জেগে ওঠা হাতুড়ি ধরা হাতের ফোস্কায়
                    একটায় ইচ্ছা ছিল আটঘন্টা
                    কাজ বিনোদন আর বিশ্রাম ।
যে ঘামের ফোটাটি পাত হলো শুখা জমিতে
গলে যাওয়া ফোস্কার জলে ভেজা নতুন বস্ত্র
                    পুস্ট হয়েছে নতুন ফসল
                    নতুন বস্ত্রে লোনা গৌরব ।
শ্রমিকের ছেলে বলে আমি একদিন মানুষ হব
পুতুল খেলা ফেলে মেয়েটা বলে লিখব পড়ব
                    ও এখন ছোট্টু চায়ের দোকানে
                    মেয়েটা বড় বাড়ির ফরমাইসে ।
শখের শাড়ি নিয়ে বাড়ি ফিরতে গভীর রাত
অচেনা আতঙ্ক সিলিঙে ঝুলন্ত ছেঁড়া শাড়িতে
                    চেনা মানুষের আদিম লোভে
                    হারিয়ে গেছে প্রেয়সীর তাঁর;
এখন তখন আগামী একই ইতিহাস চক্রাবর্ত
তবু ওরা নতুন নতুন স্বপ্ন দেখা আর দেখে ,
                    আজ ও ভাবে আসবে সু-দিন
                    শ্রমিকের সেই আটঘন্টার দিন।!।