একদিন খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য কোথাও
একদিন আলোর সন্ধানে আঁধারের পথ ধরে ধরে চলেছি।
একদিন নদীপথ ধরে ধরে হেঁটে হেঁটে হয়ে গেছি ক্লান্ত ।
এখন একপা এগোবোনা, এখানেই একটু জিরিয়ে নেব ;
স্বচ্ছ নদীর জল পান জুড়িয়ে নেব আমার সকল যন্ত্রনা ।
একটু পড়ে আকাশের তারারা থরে থরে জ্বলে উঠবে ,
জোনাকিরা আলো জ্বেলে জ্বেলে বলবে এখানে থাকো ;
দিগন্ত হাত বাড়িয়ে যদি ডাকে , চলো অন্য কোনখানে
    আবার একপা একপা করে এগিয়ে যাব দিগন্ত সন্ধানে ।
    মুঠো ভরে নেব মানুষের হাসি কান্না আনন্দ সময় গুনে ।